গল্পটা শেষ থেকে শুরু হয়েছিলো
যেমন শৈশবে পিছনে হেঁটে বালিকা
গন্তব্য ছোঁয়ার কতো চেষ্টা করেছিলো….
ফলত বার বার খেই হারানো
কানামাছির শিকার ধরতে ব্যর্থ ছড়ি ঘুরানো।
মেদহীন এতো ক্লেদে ভরেছে কাহিনী
বদলে যায় দীঘল গল্পের পর্ব ও গাঁথুনি ।
শত অভিমান-অভিযোগ পাথরের ভার
অশরীরী আত্মাও পায় বেদনা অপার;
ধোঁয়া উঠা চায়ের কাপে কাঁপে আহত বিন্দুজল
ফণা তোলা মনসাও ধেয়ে এসে থাকে না অটল;
পাহাড়ি উথাল ঢল বাঁক ঘুরিয়ে পড়ে না ঝুপঝুপ
অনামিকার নিঁখুত স্বপ্ন নিহত নিঃশ্চুপ!
গল্পের সময়গুলো বোবা আজ বলে না কথা
গভীর বিরাগে যেন কচ্ছপ ঘাড় গুটিয়ে থাকা।
গল্পটা পুনশ্চ শুরু থেকে লেখা হয় যদি….
যেহেতু গল্পের দেয়ালে জমা কতোক বিস্ময় প্রশ্ন ও যতি,
তাতে আর কী ক্ষতি
সময় তো নিয়েছে কেড়ে জীবনের কতো কী!
আজকাল শীতেও নামে প্রলয় বরষা
একা হেঁটে পার হয় বালিকা নদী কীর্তিনাশা।
Facebook Comments Box