চট্টগ্রাম : চট্টগ্রাম সিটির ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের উদ্যোমী তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াই ব্লাড ব্যাংকের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) জুবিলী রোডস্থ আনজুমান শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিসহ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা এবং কোভিড-১৯ ভ্যাক্সিন রেজিস্ট্রেশন কার্যক্রম আয়োজন করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক স্থানীয় এলাকাবাসী বিনামূল্যে সেবাগ্রহণ করেন।
কর্মসূচি উদ্বোধন করেন ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ বাচ্চু।
আরো উপস্থিত ছিলেন জুবিলী রোড মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি আব্দুল হালিম সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সদস্য মো. ইয়াসিন আরাফাত, জয়নাল আবেদীন, সাইফুদ্দীন রনি, তৌহিদুল আলম, লিটন রসুল, আবদুর রহমান লিটন, সাইফুল আলম, কার্যনির্বাহী সদস্য এএসএম ফয়সাল রাহাত, আহসান হাবিব, মো. হাসান, ইয়াসিন আরাফাত প্রমুখ।
প্রেস বার্তা