কক্সবাজার: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ((সিবিআইইউ) ‘এক্সপ্রেসিভ সাইকোথেরাপি’ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
মনোসামাজিক স্বাস্থ্য সুরক্ষায় সৃজনশীল কলাবিদ্যা প্রধান মনোচিকিৎসা পদ্ধতি বিষয়ক এ সান্ধ্যকালীন ত্রৈমাসিক কোর্স চালু করতে যাচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ)।
মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোলজিক্যাল সাপোর্ট (এমএইচপিএসএস) কার্যক্রম পদ্ধতিগতভাবে পরিচালনায় সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত মানসিক বিপর্যয় প্রতিরোধ ও প্রতিকারের দক্ষতা বৃদ্ধিতে ‘এক্সপ্রেসিভ সাইকোথেরাপি’ কোর্সটি একটি একাডেমিক পাঠ হিসাবে সার্টিফাইড সনদ হিসাবে বিবেচিত হবে। যা কোর্স সম্পন্নকারীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জীবন দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
আগামী মার্চ থেকে শুরু হতে যাওয়া এ প্রোগ্রাম অন সেল্ফ-কেয়ার অ্যান্ড এমএইচপিএসএস শীর্ষক এক্সপ্রেসিভ সাইকোথেরাপি বিষয়ক এ সার্টিফিকেট কোর্সের ক্লাস প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা সময়কালের মধ্যে পরিচালিত হবে।
মনোবিশ্লেষক সৃজনশীল কলাবিদ্যা অনুশীলক সংস্থা ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল অ্যাক্শন্ (উৎস) এ কোর্স পরিচালনায় কারিগরী ও একাডেমিক বিষয়ে সিবিআইইউ-কে সহযোগিতা দেবে।
গত ১২ ফেব্রুয়ারি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি সই হয়েছে।
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি বিশ্বব্যাপী চর্চিত সৃজনশীল কলাবিদ্যাধর্মি কর্মকৗশল হিসাবে বিগত এক শতাব্দী ধরে বিকল্প ধারার এই মনোচিকিৎসা পদ্ধতি সফলভাবে অনুশীলিত হচ্ছে।
বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে উৎশ এ ধারায় মনোবিশ্লেষক সৃজনশীল কলাবিদ্যা অনুশীলন করে আসছে। নূন্যতম ৬০টি ক্লাসে
তিন মাসে সম্পন্ন এক্সপ্রেসিভ সাইকোথেরাপি বিষয়ক এ কোর্সটি সিবিআইইউ এর ইংরেজী বিভাগের আওতায় পরিচালিত হবে।
আগ্রহী শিক্ষার্থীগণ ২৮ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালে কক্সবাজার কলাতলী ডলফিন মোড়ে অবস্থিত সিবিআইইউ এর ক্যাম্পাসে ভর্তি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
প্রেস বিজ্ঞপ্তি