চট্টগ্রাম: নতুন বছরের প্রথম দিন বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সরকারের উদ্যোগে জাতীয় টেক্সট বুক বোর্ডের (এনসিটিবি) সহযোগী প্রতিষ্ঠান হিসাবে গত চার বছর ধরে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পঠন প্রক্রিয়া ব্রেইল মাধ্যমের বই প্রকাশ ও সরবরাহ করছে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা উৎস (উৎস)। তারই ধারাবাহিকতায় এ বছর উৎস নবম-দশম শ্রেণির পাঠ্যবই ব্রেইল ভার্সনে প্রকাশ করেছে।
রোববার (২৮ নভেম্বর) বিকালে এ প্রকাশনা কার্যক্রম পরিদর্শন করেছেন শিক্ষাবিদ অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ।
এ সময় তিনি বলেন, ‘সরকারের এ বিশেষ উদ্যোগের সাথে উৎস সম্পৃক্ত হয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষণ উপকরণ নিশ্চিত করছে, তা প্রসংশনীয় শিক্ষা বান্ধব কাজ।’
উৎসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, ব্যবস্থাপক অর্থ ও প্রশাসন মো. আনোয়ার হোসেন, ব্রেইল প্রকাশনায় কর্মরত স্বেচ্ছাসেবক সাজ্জাদ, রাফি, খোরশেদ, ইসমাইল ও রিপন এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী সপ্তাহে ব্রেইলে রূপান্তরিত সব বই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য পৌঁছে দেয়া হবে।
প্রেস বার্তা