চট্টগ্রাম: উগ্র সাম্প্রদায়িক, মৌলবাদি গোষ্ঠী, হেফাজত ইসলামের উন্নয়ন বিরোধী হরতালের প্রতিবাদে প্রতিবাদ মিছিল রোববার (২৮ মার্চ) করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
মিছিলটি নগরীর আন্দরকিল্লা থেকে শুরু করে দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলের সভাপতিত্বে ও উপ সম্পাদক ইমরান আলী মাসুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মিথুন মল্লিক,আবদুল খালেক, উপ সম্পাদক মুনির চৌধুরী, রাশেদ চৌধুরী, রায়হানুল কবির শামীম, নাছির উদ্দীন কুতুবী, সহ সম্পাদক অরভিন সাকিব ইভান, ওসমান গণি, সদস্য সৈকত দাশ, আবু সায়েম, নেওয়াজ খান, ফাহাদ আনিস, জালাল আহমেদ রানা, ওমর ফারুক সুমন, আমিনুল ইসলাম শাওন, ইফতেখার হোসাইন, শায়ান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছেন, ঠিক তখনি একাত্তর সালের পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী বিএনপি ও জামায়াতের জোট চক্র হেফাজত নামক নতুন ব্যানারে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে অবৈধ হরতালের ডাক দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দ উন্নয়নবিরোধী এ অবৈধ হরতালকে রুখে দেবে।’
প্রেস নিউজ