চট্টগ্রাম: নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে এজিস সিল্ড প্রথম বারের মতো চট্টগ্রাম উইম্যান চেম্বার আয়োজিত বসন্ত উৎসব ও ভ্যালেন্টাইন্স মেলায় অংশ নিয়েছে।
মূলত একজন নারী উদ্যোক্তা হিসেবেই এজিস সিল্ডের কর্ণধার শাহিনা আকতার রুমার পথ চলা। শৈশব থেকে প্রগতিশীলতা ও দেশপ্রেমের পাঠ নেয়া এই নারী উদ্যোক্তা তাই ব্যবসায়ের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন সম্পূর্ণ দেশীয় চামড়াজাত পণ্যের বিপনণ।
দেশের সুনাম বিদেশে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর এজিস সিল্ড। তাই ইতোমধ্যে সীমিত পরিসরে রপ্তানিও শুরু করেছেন। এজিস সিল্ড পুরোপুরি দেশি চামড়াজাত পণ্য (ওয়ালেট, বেল্ট, বিভিন্ন রকম ব্যাগ, কি রিং) নিয়ে কাজ করে।
শাহিনা আকতার রুমা চট্টগ্রামে প্রথম নারী উদ্যোক্তা যিনি দেশীয় চামড়াজাত পণ্য নিয়ে চট্টগ্রামে কাজ শুরু করেছেন। চায়নাসহ দেশের বাইরের হরেক রকম স্বস্তা পণ্যের বিপরীতে দেশীয় চামড়াজাত পণ্য দেখতে যেমন সুন্দর, তেমনি মূল্য সাশ্রয়ী ও টেকসই। এজিস সিল্ডের পণ্য জাপানেও রপ্তানি হচ্ছে।
শাহিনা আকতার রুমার মতে, সরকারের আনুকূল্য পেলে এ শিল্পের বিকাশ দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। বিসিক এবং এসএএমই ফাউন্ডেশনসহ অন্য সরকারি প্রতিষ্ঠানগুলো যদি চট্টগ্রাম উইম্যান চেম্বারের মতো এমন মেলার আয়োজন করে, তবে নারী উদ্যোক্তাদের মাঝে উৎসাহ বাড়বে।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটির আগ্রাবাদ হোটেলে এ মেলা গত বুধবার থেকে শুরু হয়েছে। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।