মিরসরাই, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার মিরসরাই থেকে প্রায় ১৯ লাখ ৭৩ হাজার টাকা দামের ছয় হাজার ৫৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
মিরসরাইয়ের হাদিফকির হাটের নিজামপুর মুসলিম বহুমুখি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার (৩ মে) সকালে গাড়ি তল্লাশির সময় তাকে আটকের পর গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. হোসাইন আলী (৩৩) কক্সবাজার সদরের দক্ষিণ সাহিত্যিকাপল্লী বিজিবি ক্যাম্প এলাকার মৃত মফিজুর রহমানের পুত্র।
র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন খবরের ভিত্তিতে আটকের পর জিজ্ঞাসাবাদে মো. হোসাইন আলীর নিজ দখলে থাকা ট্রাভেল ব্যাগের ভিতর হতে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে র্যাব ৭ জানতে পারে, মো. হোসাইন আলী দীর্ঘ দিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরে ফেনীসহ দেশের অন্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছে। গ্রেফতারের পরর তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।