চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বরেণ্য শিক্ষাবিদ, উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাপরিচালক, সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. মুঈনুদ্দীন আহমদ খানের মৃত্যুতে চবির উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
উপাচার্য এক শোক বাণীতে বলেন, প্রফেসর ড. মুঈনুদ্দীন আহমদ খান ছিলেন অত্যন্ত সৎ, দক্ষ, মেধাবী এবং সর্বোপরি একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ। চবিতে শিক্ষকতা জীবনে এবং প্রশাসনিক কর্মকান্ডে তিনি যে মেধা, প্রজ্ঞা ও দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন, চবি কর্তৃপক্ষ তা শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।’
প্রেস বার্তা