চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির খুলশী থানাধীন জাকির হোসেন রোডস্থ ক্যাপসিকাম রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চার রাউন্ড কার্তুজ ও ২০০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।
গ্রেফতারকৃতরা হল ইফতেখার করিম চৌধুরী (৪৮), মো. সোহেল (২৬), মো. ফয়সাল (২০), মো. নজরুল ইসলাম (৪২) ও মো. জামাল হোসেন (৪১)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে বিশেষ টিম-২ গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে খুলশীর জাকির হোসেন রোডস্থ ক্যাপসিকাম রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চার রাউন্ড কার্তুজ ও ২০০ পিস ইয়াবাসহ মো. ফয়সালকে গ্রেফতার করে।
পরবর্তী মো. ফয়সালের দেয়া তথ্য মতে, নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইফতেখার করিম চৌধুরী, মো. সোহেল, মো. নজরুল ইসলাম ও মো. জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জন সংংযোগ শাখা।