চট্টগ্রাম: বিজয় দিবস-২০২১ উদযাপন করেছে চট্টগ্রাম সিটির ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল দশটায় ইপিজেড চত্বর থেকে বিজয় র্যালী শুরু হয়ে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে সংক্ষিপ্ত পথ সভার মধ্যে দিয়ে শেষ হয়। এর পর সকাল সাড়ে ১১টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি নাছিমা আক্তার, রোকসানা বেগম, সাধারণ সম্পাদক কামরুন্নাহার বেবি, সাংগঠনিক সম্পাদক কামরুন্নেছা, ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক রোমানা আক্তার রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন, সি ইউনিটের সভাপতি শাহীন আক্তার, এ ইউনিটের সভাপতি ফাতেমা নার্গিস কাঁকন, সি ইউনিটের সহ সভাপতি সুলতানা জামান, সাধারণ সম্পাদক মাহমুদা জামাল নিশী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা আক্তার ববি, বি ইউনিটের সহ সভাপতি কাজী নাজনীন নাহার, সাধারণ সম্পাদক রুবি আক্তার, এ ইউনিটের সহ সভাপতি সেলিনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আফরোজ, সি ইউনিটের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আকলিমা বেগম।
পথ সভায় শারমিন ফারুক সুলতানা বলেন, ‘মু্ক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় বিজয়গাথা। সুদীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের অর্জিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্য পতাকা। ১৬ ডিসেম্বর আমাদের জীবনে ঐতিহাসিক এক বিজয়ের দিন, গর্ব ও অহংকারের দিন।
প্রেস বার্তা