চট্টগ্রাম: ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হক সুমনের উদ্যোগে গরীব-অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকালে আলী শাহ্ নগর বন্দরটিলায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
আনােয়ারুল করিম রুশদীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জিয়াউল হক সুমন।
উপস্থিত ছিলেন মাে. সেলিম আফজাল, লােকমান হাকিম, সেলিম রেজা, নেছার মিয়া আজিজ, মাে. শাহাবুদ্দিন, আক্তারুজ্জামান বাবুল, নুরুল আলম সােহেল, জামাল উদ্দিন, চন্দ্রাশীষ ভট্টাচার্য আশীষ, জুবায়েদ খলিলদীপু, মাে. সায়েম ও শ্রমিক লীগ নেতা নুরুল কবির।
জিয়াউল হক সুমন বলেন, ‘রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে এসেছে সাধনা ও আত্মশুদ্ধির মাস রমজান। এ মাস কুরআন নাজিলের মাস। কাম, ক্রোধ, মোহ ও রিপু দমন করার মাস। আত্মশুদ্ধি, ধৈর্য ও খোদাভীতি অর্জনের মাস। আমাদেরকে যার যার অবস্থান থেকে দেশ ও জাতির উন্নয়ন ও মানবতার কল্যাণে মানবিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।’
প্রেস বার্তা