চট্টগ্রাম: শুন্য শুল্কের কাঁচাতুলা ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের সোফার কাপড় আমদানি করে ধরা খেয়েছে ইএন এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। তাদের এ কাজে সহযোগিতা করার দায়ে ‘প্রগতি কার্গো সার্ভিস’ নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানও ফেঁসে যাচ্ছে। এ দুই প্রতিষ্ঠানের যোগসাজশে প্রায় দেড় কোটি টাকার শুল্ক ফাঁকির অপতৎপরতা রুখে দিয়েছেন কনটেইনার ডিপোতে কর্মরত চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা।
চট্টগ্রাম সিটির জুবিলী রোডের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ইএন এন্টারপ্রাইজ চীন হতে কাঁচাতুলা ঘোষণায় আনা সাড়ে ৪০ হাজার কেজির দুইটি ৪০ ফুট কনটেইনার কাস্টম প্রক্রিয়া শেষে খালাস পর্যায়ে ডেলিভারির উদ্দেশ্যে গত ৪ জানুয়ারি এসহাক ব্রাদার্স কন্টেইনার ডিপোতে নিয়ে যায়। বুধবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে আমদানিকারকের মনোনীত সিএন্ডএফ ‘প্রগতি কার্গো সার্ভিস’ এর প্রতিনিধি গোপনে কনটেইনার খুলে পণ্য ট্রাকে লোড করার সময় কাস্টমস কর্মকর্তারা পণ্য চালানটি আটক করে। এতে শুন্য শুল্কের কাঁচা তুলার পরিবর্তে উচ্চ শুল্কের (৮৯ শতাংশ) সোফা ফেব্রিকস পাওয়া যায়।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, প্রাথমিক তথ্য মতে, আমদানিকারকের মিথ্যা ঘোণনার ফলে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছিল। আমদানিকারকের বিরুদ্ধে কর ফাঁকি ও মানি লন্ডারিংয়ে আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে সিএন্ডএফ প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।