ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউনেস্কো ক্লাব চট্টগ্রামের উদ্যোগে ‘মে দিবস’ পালন

পরম বাংলাদেশ ডেস্ক
মে ১, ২০২১ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার উদ্যোগে ‘মে দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ মে) সকালে ভার্চ্যুয়ালি আলোচনার সভার আয়োজন করা হয়।

ক্লাবের সহ সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে এবং সংগঠনের জেনারেল সেক্রেটারী মুহাম্মদ মনির উদ্দিনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রথম আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ১৮৮৬ সালের ১ মে আন্দোলনের ডাক দিলে পুলিশ তাদের উপর গুলি চালালে শ্রমিকেরা কার্যক্রম অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ করে দেয় তখন থেকে ইউনেস্কোসহ সমগ্র বিশ্বে দিনটিকে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিকভাবে উদযাপন করে আসছে।’

সভায় অন্যদের মধ্যে ক্লাবের সহ সভাপতি ফারুক হাসান, যুগ্ম সম্পাদক মো. আকতার হোসেন, কানিজ ফাতিমা, লায়ন শেখ সামিদুল হক, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, সংস্কৃতি সম্পাদক আবছার উদ্দিন অলি, কাজী আশিক ই ওয়াহিদ, ইমতিয়াজ আহমেদ, ফরিদা আকতার পুষ্প, রফিকুল ইসলাম, শওকত আলী প্রমুখ বক্তব্য দেন।

প্রেস নিউজ

Facebook Comments Box