ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসছেন রুশ ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী

পরম বাংলাদেশ ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২২ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেন নিয়ে উত্তেজনা অবসানের লক্ষ্যে রুশ ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বৈঠকে বসতে যাচ্ছেন। এর আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালিস বৈঠকে বসতে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শুইগুকে আমন্ত্রণ জানান। রুশ প্রতিরক্ষা মন্ত্রী এ আমন্ত্রণ গ্রহণ করেন।

শনিবার (২২ জানুয়ারি) সিনিয়র একজন ব্রিটিশ কর্মকর্তা এ খবর নিশ্চিত করে বলেছেন, ‘রুশ প্রতিরক্ষা মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী খুবই আনন্দিত।’

তিনি আরো বলেন, ‘এর আগে ২০১৩ সালে আমাদের দুই পক্ষের মধ্যকার বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এবার বৈঠকটি মস্কোতে আয়োজন করতে চান রুশ প্রতিরক্ষা মন্ত্রী।’

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্য সমাবেশ করেছে। এ প্রেক্ষিতে পশ্চিমা বিশ্ব সতর্ক করে বলেছে, ‘ক্রেমলিন ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা চালানোর পরিকল্পনা করছে।’

ক্রেমলিন জোর দিয়ে বলে আসছে ন্যাটো যেন সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ না দেয়। একই সাথে রাশিয়া সীমান্ত থেকে ন্যাটো সৈন্য প্রত্যাহারেরও দাবি জানিয়েছে ক্রেমলিন। কিন্তু পশ্চিমারা ক্রেমলিনের এ দাবি নাকচ করে বলেছে, ‘মস্কো যদি ইউক্রেনে হামলা চালায়, তবে এর পরিণাম হবে ভয়াবহ।’

উল্লেখ্য, রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনীয় অঞ্চল ক্রিমিয়া দখল করে নেয়।
এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে রক্তাক্ত সহিংসতাকে মদদ দেয়ার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এ সহিংসতায় এ পর্যন্ত মারা গেছে ১৩ হাজারেরও বেশি লোক

Facebook Comments Box