চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নতুন স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।
গ্রেফতারকৃতরা হল কক্সবাজার জেলার উকিয়া থানার কুতুপালং আট নম্বর শরণার্থী ক্যাম্পের মো. আলী (৩০) ও টেকনাফ থানার টেকনাফ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বড়ইতলীর মো. বদরুর রহমানের পুত্র মো. ফয়সাল (২৮)।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক দেব প্রিয় দাশের নেতৃত্বে দুই নম্বর টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকাল চারটা ৪০ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন নতুন স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. আলী ও মো. ফয়সালকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা।