মানুষ সবকিছু করতে পারে, যদি সে মন থেকে চায়। অধ্যবসায় মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সবকিছু করার প্রয়োজন নেই। যেটা করতে পারেন, সেটাকে আরো শান দিন। চর্চাটা একদিন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবেই।
আমরা অন্যকে অনুসরণ করি বিধায় ব্যক্তিত্বহীনতায় ভুগি। ভুগান্তিটা, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লেগেই লেগে থাকে। অনুসরণ কিংবা অনুকরণ তখনই সুফল বয়ে আনে, যখন সেটা লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হয়, নতুবা হা-হুতাশ করে জীবনটা পার করে দেওয়ার শামিল।
লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে আমাদের এগোতে হবে। এগোতে হবে সঠিক পথে। সফলতাই যে সব সময় আনন্দ বয়ে আনে তা কিন্তু নয়, মোটামুটি একটা অবস্থানে থাকা মানুষটিও সর্বোচ্চ সুখে থাকতে পারে।
সুখ জিনিসই এমন। সম্পূর্ণ আপেক্ষিক। ব্যক্তি কেন্দ্রিক। কেউ কোটি টাকা থাকা সত্ত্বেও সুখ খুঁজে বেড়ায়, আর কেউ কেউ ছেড়া কাঁথাতেও সুখটা পেয়ে যায়।
জীবনে বাঁচতে হলে অর্থের প্রয়োজন, তার মানে এই নয় যে, শুধু অর্থের পিছনে দৌঁড়াতে হবে। সুন্দরভাবে বেঁচে থাকতে অতোটা অর্থ নিষ্প্রয়োজন।
লেখক:
সংস্কৃতি কর্মী ও শিল্প সমালোচক