রাউজান, চট্টগ্রাম: রাউজান উপজেলার আবুরখীলের প্রাক্তন খেলোয়াড়দের আহ্বানে আবুরখীল খেলোয়াড় সমিতি গঠনকল্পে এক সভা শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন আবুরখীলের প্রাক্তন কৃতি ফুটবলার দিনেশ চন্দ্র বড়ুয়া।
সভায় আবুরখীলের সব শ্রেণির ক্রীড়ামোদিরাসহ বিভিন্ন বয়সের তরুণ, নবীন-প্রবীণ প্রায় ২০০ ব্যক্তি উপস্থিতি ছিলেন। আহ্বায়ক প্রাক্তন ফুটবলার সত্যজিত বড়ুয়ার বক্তব্যে নব প্রজন্মরা সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠে৷
উপস্থিত সিনিয়র-জুনিয়র সবার প্রাণবন্ত বক্তব্যের পর আবুরখীল খেলোয়াড় সমিতির কার্যকরী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়৷ উপস্থিত সবার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সাবেক ফুটবলার দেবাশীষ বড়ুয়া দেবুকে সভাপতি, সাবেক ফুটবলার সাজীব বিকাশ বড়ুয়া টুটুলকে সিনিয়র সহ সভাপতি, সাবেক ফুটবলার সত্যজিত বড়ুয়াকে সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার অসীম বড়ুয়া অপুকে কোষাধ্যক্ষ করে ২১ জনের কার্যকরী পরিষদ গঠন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন রুপায়ন বড়ুয়া কাজল।
প্রেস রিলিজ