চট্টগ্রাম: অনুপ বিশ্বাস ও রমা বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যবসায়ী অনুপ বিশ্বাস রচিত ব্যক্তিগত অনুভূতিমালা সমৃদ্ধ গ্রন্থ ‘আপন ভূবনে অন্তহীন ভাবনা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) সকালে সিজেকেএস অতিথিশালায় অনুষ্ঠানে মাধ্যমে মোড়ক উম্মোচন করেন চট্টগ্রাম সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, ‘অনুপ বিশ্বাস সংস্কৃতি প্রাণ ব্যক্তিত্ব। সঙ্গীত সাধনায় তিনি কিশোরকাল থেকেই নিবেদিত। শিশু-কিশোর ও সাংস্কৃতিক সংগঠনের দক্ষ সংগঠক হিসেবেও ব্যাপক পরিচিতি রয়েছে তরা। সঙ্গত কারণেই তার আপন ভুবনে রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতার ভান্ডার। এ থেকে তিনি তুলে এনেছেন তার ব্যক্তিগত অনুভূতিমালা।’
আ জ ম নাছির আরো বলেন, ‘শুদ্ধমত সংস্কৃতিবোধ ও চর্চায় সমাজ থেকে মদ, সন্ত্রাস ও পাপাচার দূর হতে পারে ও তাই আমাদের করতে হবে।’
কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ফিরিঙ্গীবাজারের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, লেখক অনুপ বিশ্বাস, বেলাল আহমেদ, রায়হান ইউসুফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রেস বার্তা