চট্টগ্রাম: ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে সোমবার (৩ অক্টোবর) সিটির আন্দরকিল্লাস্থ হেডমাস্টার সেলুনে বুক ও সেলফ হস্তান্তর করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
এ সময় টিভি নাট্য নির্মাতা শাখাওয়াত শিবলী, আবৃত্তিশিল্পী আশিক আরেফিন, ব্যাংকার সাঈদুল আলম উপস্থিত ছিলেন।
শৈবাল দাশ সুমন বলেন, ‘মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগের ফলে সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় আগ্রহ তৈরি হবে, যা আলোকিত মানুষ গড়তে প্রশংশনীয় ভুমিকা রাখবে।’
উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়; যা ইদিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে স্থাপন করা হয়েছে।
প্রেস বার্তা