আনোয়ারা, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন উত্তর চাতরী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গোপন খবরের ভিত্তিতে আনোয়ারার আট নম্বর চাতরী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের উত্তর চাতরী জালাল সওদাগরের ঘর থেকে মঙ্গলবার (২ মার্চ) বিকাল পৌনে তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. নাছির (৩৩) উত্তর চাতরীর মৃত জালাল সওদাগরের পুত্র।
তার দেহ তল্লামি করে কোমররে গোজা অবস্থায় একটি ওয়ানশুটারগান, প্যান্টের পকেট হতে এক রাউন্ড গুলি এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার বসতঘত তল্লাশি করে ছয়টি চাকু জব্দ করা হয়।
র্যাব ৭ জানায়, গ্রেফতারকৃত মো. নাছির অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রিসহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে এবং মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরে তা মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে। তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।