ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের বিধি-নিষেধ আরোপের সময় আগামী সপ্তাহে রোববার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, ‘করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় আগামী রোববার ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল চারটা পর্যন্ত।’
খবর পিআইডির
Facebook Comments Box