ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আউলিয়া কেরামদের আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজ আলোকিত হয়

পরম বাংলাদেশ ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: আলা হযরত শাহ ছুফী হাফেজ মাওলানা ছৈয়দ নজীর আহমদ শাহ (ক) আল মাইজভান্ডারী বাবাজান কেবলা কাবার ৬২তম বার্ষিক ওরশ শরীফ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঝাঁকজমকপূর্ণ ও ধর্মীয় গাম্ভীর্যে চট্টগ্রাম সিটির দক্ষিণ আগ্রাবাদ ছোট পোলস্থ আস্তানায়ে নজীর ভান্ডার দরবার শরীফে পীরে তরিকত শাহজাদায়ে নজীর ভান্ডারী হযরতুলহাজ্ব মাওলানা ছৈয়দ আখতার কামাল শাহ্ (মা জি আ) আল মাইজভান্ডারীর ছদারতে নায়েবে সাজ্জাদানশীন শাহ্জাদা ছৈয়দ মিনহাজুল আবেদীন (রিফাত শাহ্) মাইজভান্ডারীর (মা জি আ) তদারকে অগনীত ভক্তদের অংশগ্রহণে নূরানী ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

সকালে মৌলভীপাড়াস্থ আলী মোহাম্মদ মাইজভান্ডারীর বাড়ী থেকে জুলুস বের হয়ে মাজার অভিমুখে এসে শেষ হয়। গোসল শরীফের মাধ্যমে ওরশের প্রথম পর্ব কার্যক্রম শুরু হয়। বিশেষ দোয়া প্রার্থনায় অংশ নেন হাফেজ নগর দরবার শরীফের আওলাদে পাক হযরতুলহাজ্ব শাহজাদা ছৈয়দ মুহাম্মদ ফরীদ-উল-আনোয়ার হাফেজ নগরী (মা জি আ), মাওলানা সৈয়দ আলী আজম শাহ আল মাইজভান্ডারী, রাঙ্গুনিয়াস্থ দরবারে আহমদিয়া হোসাইনিয়া চিশতীয়া মাওলানা গোলাম মুহাম্মদ আবেদ শাহ্ চিশতী, চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, সুন্নীয়তের বলিষ্ঠ কন্ঠস্বর হযরত মৌলানা আবু সোলাইমান আলকাদেরী, মৌলানা আবু মুছা ওসমানী আল মাইজ ভান্ডারী, চট্টেশ্বরী গায়বি মসজিদের খতিব মুহাম্মদ মাঈনুদ্দিন আল কাদেরী, মাওলানা ছৈয়দ বেলাল উদ্দিন আল মাইজভান্ডারীসহ আরো গন্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় আখেরী মুনাজাত করা হয়।

ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তারা বলেন, ‘পাশবিক চেতনা দমন, মানবতা ও মনুষ্যত্ববোধের চেতনা লালন করত: লোভ লালসা স্বার্থবাদিতা ও অহংকারের মত মানবীয় দূর্বলতা থেকে জাগতিক ও আর্থিকভাবে পবিত্রতা হাছেল করতে না পারলে নিজেকে আশরাফুল মাখলুকাত হিসেবে পরিচয় দেওয়া অর্থহীন হবে।’

শাহজাদা আখতার কামাল শাহ্ বলেন, ‘আউলিয়া কেরামগণের আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজ আলোকিত হয়। আমারই মুর্শিদে বরহক হাফেজ মাওলানা ছৈয়দ নজির আহমদ শাহ্ (ক) ভোগবাদিতা ও আত্মমুখিতা, প্রেম ভক্তিহীনতা, হিংসা, নিন্দা পরিহার করে মানুষের প্রতি ভালবাসা, কর্তব্য নিষ্ঠা ও মানবিক চেতনা জাগ্রত করার তাগিদ দিয়ে গেছেন।’

প্রেস বার্তা

Facebook Comments Box