চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থীদেরকে বিনিয়োগ শিক্ষা ও প্রশিক্ষণ দিয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই)। মঙ্গলবার (২৭ জুলাই) আইআইইউসির ইকোনমিকস অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের শিক্ষাথীদের নিয়ে এ প্রশিক্ষণ প্রোগ্রাম অনলাইনে অনুষ্ঠত হয়।।
প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মেদ শফিউল আজম। এতে এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রো. ড. মাসরুর মওলা। অতিথি ছিলেন ইকোনমিকস অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. শরিফুল হক। উপস্থিত ছিলেন একই ডিপার্টমেন্টের প্রো. ড. মনির আহমেদ এবং ড. নিজাম উদ্দিন।, সিএসইর এজিএম এবং ট্রেনিং হেড আরিফ আহমেদ।
মাসরুর মওলা বলেন, ‘বিনিয়োগ শিক্ষা বিনিয়োগের ঝুঁকি সমন্ধে জানতে এবং তার সুরক্ষা করতে শেখায়। এখানে আর্থিক পরিকল্পনা অবশ্যই জরুরী বিষয়। আর একটি আর্থিক পরিকল্পনার সর্ব-সম্মত মূ্ল্যায়ন বিনিয়োগকারীদের বর্তমান এবং ভবিষ্যতের আর্থিক পরিস্থিত, যেমন বিভিন্ন বিষয় ব্যবহার করে নগদ প্রবাহ, সম্পদ বরাদ্দ, খরচ ও বাজেট প্রণয়ন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্যে করে।’
মো. শরিফুল হক বলেন, ‘আর্থিক শিক্ষার বিভিন্ন ধাপ আছে। সেই ধাপ অনুযায়ী নিজের আর্থিক পরিকল্পনা নিজকেই করতে হবে। অথবা আর্থিক পরিকল্পনাকারী কোন প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে পরিকল্পনা প্রণয়ন করতে হবে।’
মোহাম্মেদ শফিউল আজম বলেন, ‘বিনোয়োগ শিক্ষা হল ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান। সঠিক বিনিয়োগ শিক্ষার ফলে ‘আর্থিক জালিয়াতি থেকে রক্ষা পাওয়া’ এবং ’সুরক্ষিত আর্থিক ভবিষ্যত গড়ে তোলা’র মত দ্বৈত সুবিধা পাওয়া যায়। বিনিয়োগের শিক্ষা বিনিয়োগকারীদের বিভিন্ন বিনিয়োগ পণ্যের উপযুক্ততা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান দিয়ে তাদেরকে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়তা করে।’
আরিফ আহমেদ বলেন, ‘আপনাকে ধনী হতে হবে ব্যাপরটা এমন না, আর্থিক পরিকল্পনার সার্বজনীন লক্ষ্য হচ্ছে বিনোয়োগ করা এবং এতে লাভবান হওয়ার একটি চলমান প্রক্রিয়া তৈরি করা, যা আপনার মানসিক চাপকে কমাতে সাহায্য করবে। আপনার এবং অপানার পরিবারের বর্তমান চাহিদাগুলোকে পূরণ করে প্রয়োজনীয় ভবিষ্যত সঞ্চয়ের পথ তৈরি করবে; যা হবে অপনার অবসরের স্বপ্ন।’