চট্টগ্রাম: সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সমাজের অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে ভ্যানগাড়ী প্রদান করা হয়।
চট্টগ্রাম নগরীর মিমি সুপার মার্কেট প্রাঙ্গণে রোববার (২১ ফেব্রুয়ারি) বিকালে ভ্যানগাড়ীগুলো দেওয়া হয়।
প্রয়াসের সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ।
সংগঠনের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকৌশলী মোমিনুল হক, চট্টগ্রাম সিনিয়র সিটিজেন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন এএম কামাল উদ্দিন চৌধুরী, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চট্টগ্রামের সভাপতি এসকে নন্দী, জান্নাত ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন, প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, ভ্যান বিতরণ কমিটি-২০২১ এর চেয়ারম্যান বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, বাংলাদেশ কমার্স ব্যাংক দেওয়ান বাজার শাখার ব্যবস্থাপক আতিকুল ইসলাম ও প্রয়াস শুভাকাঙ্খী জোবাইদা খানম তানজু।
একেএম ফজলুল্লাহ বলেন, ‘মানব সেবায় প্রয়াস নিবেদিত প্রাণ। সমাজের অসচ্ছল, সুবিধা বঞ্চিত এবং কম ভাগ্যবান মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কিবরিয়া হোসাইন বাপ্পী, আলমগীর মো. ফারুক, সুভাষ সরকার, সহ-সাধারণ সম্পাদক মো. শাহজাহান, মো. ইসমাইল, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ সুমন, সমাজ কল্যাণ সম্পাদক রবিউল আলম শাহিন, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক হিমেল মন্ডল, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, কার্যকরী সদস্য আবু শাহাদাত মো. সায়েম, মো. সামশেদ নেওয়াজ রনি, ইঞ্জিনিয়ার মু. নাজমুল হক, মো. হাবিবুর রহমান, সুলতান মাহামুদ রাজীব, ওয়াজিহা রুহানা চৌধুরী, আমিনুল ইসলাম, মনির আহমদ চৌধুরী, আবতাহী ইবনাত তাছবীহ্, মীর তাফহীম কাদের, মো. সেলিম রিয়াদ, মো. বাহার উদ্দীন, সঞ্জয় মজুমদার, মো. শাহেদ আলম এবং অফিস সম্পাদক মোসলেম উদ্দিন।
সংবাদ বিজ্ঞপ্তি