ঢাকা: বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ূন।
শিল্প মন্ত্রী শনিবার (২০ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় বলেন, ‘এটিএম শামসুজ্জামান তার সুদক্ষ অভিনয় শৈলীর মধ্য দিয়ে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছেন। কিংবদন্তি এ অভিনেতা তার সৃজনশীল অভিনয়ের মধ্য দিয়ে দর্শক হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।’
শিল্প মন্ত্রী শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশনের প্রবীণ অভিনেতা, চিত্রনাট্যকার এটিএম শামসুজ্জামান শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সূত্রাপুরের বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
সংবাদ বিজ্ঞপ্তি