ঢাকা : স্মার্টফোন ডিভাইস হিসেবে অপো বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতি বারই অপো বিভিন্ন রকম ক্যাম্পেইন, আকর্ষণীয় উপহার ও অন্যান্য সুবিধা দিয়ে গ্রাহকদের ভিন্নধর্মী সেবা প্রদান করে আসছে; যাতে করে তারা তাদের কাছের মানুষদের নিয়ে বিনোদনের এক নতুন মাত্রা উপভোগ করতে পারে।
বেশ কিছুদিন আগে অপো তার জনপ্রিয় হিরো সিরিজের আরেকটি মন মাতানো ড্যাশিং ফোন এফ১৯ প্রো বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। এর সাথে সাথেই অপো লাইকির সাথে একত্র হয়ে তরুণ প্রজন্মের জন্যে আরেকটি মজাদার ক্যাম্পেইন লঞ্চ করেছে যার নাম #ফানউইথইভরিশুট। তাই দেরী না করে এখনই #ফানউইথইভরিশুট চ্যালেঞ্জে অংশগ্রহণ করুন এবং জিতে নিন নতুন অপো এফ১৯ প্রো এবং অপো ব্যান্ড স্টাইল।
নতুন অপো এফ১৯ প্রো দুটি চমত্কার রঙে পাওয়া যাবে, ‘ফ্যান্টাস্টিক পার্পল’ এবং ‘ফ্লুইড ব্ল্যাক’। এ ফোনের পিছনের ক্যামেরাটিতে ডুয়াল-ভিউ ভিডিও এবং এআই কালার পোর্ট্রেট ভিডিও এর সুবিধা পাওয়া যাবে। এ ফোনের রয়েছে একটি স্নিগ্ধ এবং স্লিম ডিজাইন; যার সাথে রয়েছে অনেকগুলো চোখ ধাঁধানো কালার। এ ফোনটিতে গ্রাহকেরা ভুক ফ্ল্যাশ চার্জিং ৪.০ এবং একটি দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ পাবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ফলো করুন অপো বাংলাদেশের অফিশিয়াল লাইকি একাউন্ট। কিভাবে ভিডিও ধারণ করবেন তা জানতে রঙ্গন২১, নুসান, এনএমএস পিয়াস, ১৪৩আনিকা_রিফা, সামিরা খান মাহি, শাকিলা পারভিন, সারিয়ান সাজু, নিশাথ অর্না লিমার ভিডিও ফলো করুন এবং ‘ফানউইথইভরিশুট’ স্টিকারের সাথে একটি ভিডিও শুট করতে ‘জয়েন’ বাটনে ক্লিক করুন। সবশেষে ভিডিওটি #ফানউইথইভরিশুট #অপোএফ১৯প্রোএবং @অপোবাংলাদেশ দিয়ে পোষ্ট করুন।
বিজয়ীদের নাম অপোর অফিশিয়াল লাইকি একাউন্টের স্টোরিতে জানিয়ে দেয়া হবে; ক্যাম্পেইন ১২ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে ও ৩১ মার্চ প্রাইজ ঘোষণা করা হবে।
সম্পূর্ণ ক্যাম্পেইন অপো দ্বারা আয়োজিত হচ্ছে।
প্রেস বার্তা