অনায়াসেই তুমি ঢুকে পড়ো সবখানে
হৃদয়ের রাজধানীতে তো আছোই,
তোমার ক্ষিপ্র গতি চলে যায় নখ ছুঁয়ে চুলে।
এড়াতে পারি না কোথাও
সংরক্ষিত করে যা রাখছি, বুনো তুমি
হানা দিয়ে নাড়িয়ে দিচ্ছো তাও।
দেরাজে পাকা ধান,
রোদময় ছড়িয়ে আছে সুমিষ্ট ঘ্রাণ
তার ঠিকরে পড়া দ্যুতিতে তুমি দীপ্যমান।
মৃত্যু থেকে বেঁচে উঠলে মনে হয় জীবন সুন্দর।
সেই পুনরুজ্জীবিত জীবনে তুমি ভীষণ অসার।
কবিতা,
ছেড়ে যাও…আমাকে বাঁচাও এবার।